বিন্দু
সিন্ধুদর্শনে যাবে , কিন্তু
কীভাবে তা সম্ভব
বিন্দুর হাত-পা , ধড়-মুণ্ড
কিছুই তো নেই
বিন্দুমাত্র
অনুভূতিপ্রবণ অস্তিত্ব
সম্বল করে কখনো
সিন্ধু পৌঁছোনো যায় নাকি –––
এসব কথা আমরা ভাবছি
বিন্দু ভাবছে না
সে নিজেকে নিয়ে
পেরিয়ে
পাহাড়-পর্বত-ঝরনাজল
মেঘলাপ্রদেশ
জনপদ-নির্জনতা
অরণ্য-প্রান্তর... অবিচল
বিন্দু বিন্দু পায়ে
এগিয়ে চলেছে ওই –––
বিন্দুতে সিন্ধুদর্শন নয়
বিন্দুর সিন্ধুদর্শন
অবিশ্বাস্য অভিযাত্রা –––
সন্ধ্যাকালীন ব্রেকিং নিউজ
কাঁপছে উত্তেজনায়
বিতর্কসভায় পথ ভুলে
ভ্যাবাচ্যাকা যত বিদ্বজ্জন
আত্মবিসর্জন
অথবা
নির্বাণলাভে পরমযাত্রা
নাকি
নিছকই প্রমোদভ্রমণ
বিন্দুর কী অভিপ্রায়
কেউই
বুঝতে পারছে না ঠিক
মনোরমা টি স্টলের
সন্ধ্যা পেরিয়ে যাওয়া
স্ফীত কৌতূহল
ক্রমেই বহুমাত্রিক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন