তোমার মুখ অন্ধকারে একটি আলোর রেখা
আমার চোখে, বুকের মধ্যে জ্বলে
গভীর রাতে অন্য কোনও ছবি কিংবা লেখা
হয়ত থাকে অন্তরালের তলে
একটি মুখ ঘুমের ভেতর স্বপ্নের নির্মাণ
বর্ণে বর্ণে ফুলের মতো জাগে
মেঘ ভেসে যায়, মেঘের ভেতর সুরের সাম্পান
সে মুখ ভাসে শান্ত বিভাস রাগে
সকালবেলায়, যেমন ফোটে একাগ্র গোলাপ
রাতের শিখা হয়ে ওঠে আলোর প্রতিমা
দেয় মুছিয়ে অন্ধকারের দুঃখ ও সন্তাপ
সে আলো ফুটিয়ে তোলে সূর্যনীলিমা
একটি প্রদীপ একলা সে নয়, হৃদয়শীর্ষ থেকে
অন্ধকারে আলোর জীবন লেখে
আলোর কবিতা। বড় ভালোলাগা রেখে গেলাম।
উত্তরমুছুন