ছোটো বোনের জন্য
লাল পিঁপড়ে ছেড়ে দিই ক্ষতমুখে
ঘুরন্ত মেশিনে ঢুকিয়েছি হাত
ইচ্ছে করে|
খুলেছি ব্যাণ্ডেজ, তীব্র খুঁটেছি।
হোক রক্তপাত| জমুক পুঁজ।
যদি কাটা যায় হাত ––– হোক।
যত বেশি বড়ো হবে ক্ষতমুখ
ক্ষতিপূরণ পাবো তারও চেয়ে বেশি।
ছোটো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন