শনিবার, ১ অক্টোবর, ২০২২

তৃণা চক্রবর্তী-র কবিতা

ঝাঁপ

 

রাত্রের ব্যালকনি, ঘুমন্ত ঈশ্বরের মতো নীল

শুধু এটুকু বলে থেমে গেলে খুব অন্যায় হবে?

 

কেউ কেউ তো এটুকুও বলে না কখনো

কত অসমাপ্ত ইশারা পড়ে থাকে জলছবির মতো

লাল ফুল আরও লাল হয়ে শুকিয়ে যায়

 

ব্যর্থ ব্যালকনি, তুমি এরপরও ঘুমিয়ে পড়ো থেকে থেকে

ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখার চেয়ার 

সমুদ্রের দিকে ভেসে যাওয়া কথাগুলো, ঘুমিয়ে পড়ে 

 

ঘুমিয়ে পড়লে তুমি ঈশ্বরের মতো, কাউকে চেন না  

তোমার ভেতর তোমার ছায়া, দীর্ঘ হচ্ছে

চোখে নকল ঝাউপাতা কেঁপে ওঠে অসময়  

 

কার হাসি তোমাকে ডেকে নিয়ে যায় অমোঘ

এক ব্যালকনি থেকে ঝাঁপ দেয় আর এক ব্যালকনি

নিচে একা বাঘের স্বপ্ন

 

অপেক্ষা করে, অপেক্ষা করতে থাকে  

 

1 টি মন্তব্য: