কয়েকটি বৃক্ষের ফুল ফোটার বেদনা ঝুলে আছে
শেকড়গুলো জিহ্বার গভীর থেকে তুলে নিচ্ছে প্রাণ
বৃক্ষের চোয়াল ধরে যে চুমু খাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে
সে তার প্রেমিক
তার বক্ষে বেদনার দুর্লঙ্ঘ্য প্রমাণ, চারদিকে
ফুল ফোটার বেদনাগুচ্ছের তুমুল বণিক
একক কোনো ঠিকানা নেই প্রস্থানের
বৃক্ষমাত্র ঝরে গেছে পাতা, দৃশ্যে এক পুষ্পভাষা ঈশ্বরের
মুখোমুখি হেম –––
মুখরিত পত্রপুষ্পশাখা, বসন্তের শীর্ষ ইশতেহার...
বাহ্! চমৎকার.....
উত্তরমুছুন