গোপাল সাঁইয়ের কবিতা-২৫
একদিন ভাদু শাহ ফকির
ওই যে মধুর চাক, অমৃত উদাস
ঢাকনা দিয়ে ঢেকে দিলেন
ঘুম ঘুম চোখে,
চৈত্রের শেষ দিনে
চাঁদেলা রাতে,
সেই থেকে আমাদের গ্রামে
কেউ মধু খায় না আর,
মৌমাছিরাও
রানির কথা অগ্রাহ্য করে
ঘুরে বেড়ায় আগানে-বাগানে,
কেবল একটি পরিত্যক্ত বাড়ির
দেয়ালে কিছু ছবি দেখি –––
সেখানে এক মধুর নহর
সেখানে একটি মহাচাক
মধুতে মধুতে ডুবে আছে,
রানি যা নির্দেশ দিচ্ছেন
মৌমাছিরা তা পালন করে চলেছে
অক্ষরে অক্ষরে, আর
এক রাখাল মৌমাছি
আমগাছের ডালে বসে
আড়বাঁশি বাজায়, দূরে
নদীর পাড়ে, আস্তানায় বসে
ভাদু শাহ ফকির নিজেরই
রক্তের ভেতরে ঘুমিয়ে থাকা
একঝাঁক তরুণ মৌমাছির
ঘুম ঘুম কানে তুলে দিচ্ছেন
" অমৃত মেঘের বাণী..."
মৃত্যুর ওপারে চরে বেড়ানো
দুধেল গাভীদের শৈশব –––
আহ❤️
উত্তরমুছুন