শনিবার, ১ অক্টোবর, ২০২২

যশোধরা রায়চৌধুরী-র কবিতা

জীবন


হাত ছড়িয়ে দিলাম।

সোজা রাখলাম পিঠ।

একদিকে খুব এগিয়ে গেলাম। 

ছিঁড়ে ফেললাম মনের ভেতর গিঁঠ।

 

জীবন এখন কথা।

কথার ভেতর জটিল অনেক খেলা।

খেলার তবু থাকে নিয়ম। এখানে সব জড়ানো তালগোল।

 

সোজা রাখব পিঠ।

মুখে রাখব সাহসচাবি, সততা, সব-খোল।

জটিল জীবন অঢেল হবে সোনা।

কথার পিঠে কথার মধ্যে আর আমি যাবো না

 

২টি মন্তব্য: