শনিবার, ১ অক্টোবর, ২০২২

সৈয়দ খালেদ নৌমান-এর কবিতা

রাত্রি আমাকে

রাত্রি আমাকে নিজের রূপ দেবে বলেছিলো
দিন বলেছিলো দেবে তার অহঙ্কার
 সময়ও বলেছিলো আমাকে মুহূর্ত দিয়ে সাজাবে; 
অথচ রাত্রির স্পর্শে আমি অস্থিরতা নিয়ে আসি 
দিনের মুহূর্ত থেকে তুলে নিই ইচ্ছা, বিষণ্ণতা 
সময় সমীপে আমি নিয়ে আসি মায়ামন্ত্র আর অক্ষমতা ...
সুতরাং আমিও নিয়েছি প্রতিশোধ,
রাত্রিকে ফিরিয়ে দিই নিদ্রার প্রবাহ 
দিনকে কর্মমুখর রাখি যতিহীন পঙ্‌ক্তির মতো –––
মৃত্যুর মতো এক আশা আর অভিলাষ তুলে দিই
সময়ের মুহূর্তের হাতে।

তবু সব ভ্রষ্ট মনে হয়,
বহু জীবনের মতো অমোঘ শূন্যতা নিয়ে 
শেষ বাতায়ন খুলে দিলে 
শরীরের কাছাকাছি এসে যাই;

জলের গভীরে ভাঙে রেখা,
কখন সমস্ত রেখা যেন একাকার হয়ে যায় –––
বাতায়ন রুদ্ধ ক'রে আমি প্রতিশ্রুতির দর্পণ
এবং দর্পকে চূর্ণ করি। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন