শনিবার, ১ অক্টোবর, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

হাসপাতাল সিরিজ : এক

ভোরে ঘুম ভেঙে যেত।
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চায়ের জন্য অপেক্ষা
চায়ের পর ব্রেকফাস্টের জন্য অপেক্ষা
কোভিড ওয়ার্ডে ভিজিটরের প্রবেশ নিষেধ
শেষ অপেক্ষাটি ভিজিটিং ডক্টরের জন্য
যিনি এসে বেডে বসে কুশল জিজ্ঞেস করার পর
হাত ধরে বলতেন : চলুন করিডোরে হেঁটে আসি।
এভাবে হাঁটতে হাঁটতে ক্রমশ সুস্থ করে তুললেন
চিকিৎসক আদায় করে নিলেন ভালবাসা ও শ্রদ্ধা।

জোরে হাঁটতে গেলে এখনও হাঁপ ধরে
কোভিড কিছু ক্ষত রেখে গেছে ফুসফুসে
যেভাবে কারও কিছু কথা ক্ষত রেখে যায় মনে।
সময় শেষ কথা বলবে, জানি
দুঃখ শোক সময়ই ভুলিয়ে দেয়
শুধু ভোলা যাবে না তাঁর কথা, যে চিকিৎসক
শেষদিনে চুলে বিলি কেটে দুপুরের ঘুম ভাঙিয়ে
বলে যান : ঘুমোন, ঠিক হয়ে যাবেন, ভালো থাকবেন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন