শনিবার, ১ অক্টোবর, ২০২২

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

অশনি সংকেত

সামাজিক স্তর ভাঙছে প্রতিদিন
মায়া মমতা সততার কানাগলি দিয়ে কত বেনোজল!
রক্ষক ভক্ষকের ভূমিকা নিলে
হে রাজন্ প্রজাগণ দাঁড়াবে কোথায়?
ফুটো নৌকায় চড়ে পারাপার
সে তো জীবন সংশয়!
কারণে অকারণে পদস্খলন 
সমাজের কাছে কী প্রয়োজন
সেই ভাবনায় চিত্ত বিকল হয়।
স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে এমন অধঃপতন
ভাবলে শিউরে উঠে গা
আয়নার সামনে দাঁড়িয়ে
বিশ্বাস নিজেকেই চিনতে পারছে না এমন দুঃসময়!

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন