রাতের বোতাম খুললেই শিশির ভেজা চোখ
শিশির জড়ানো চাদরে হাসিখুশি এক দেবশিশু
হাসতে হাসতে গড়িয়ে পড়ে সুদূর তেপান্তরে
অদূর এক পাতার ভেতর আলাপ-বিলাপ শুরু
আলাপে সব গোপনতা খুললেই লজ্জায় ঢাকা মুখ
বোরখা নামিয়ে পরিচয় ঘটে ––– কেবল মানুষ মানুষ
পরিচয়ে চিনে নিতে পারে নিজস্ব জীবনের সত্তা
জীবনের আড়ালে চলে কত আত্মরক্ষার প্রশ্ন
আত্মাভিমান ভেঙে দ্বিচারিতায় ঘটে কত অকাল মৃত্যু
অকাল বোধনে আমরা সবাই জেগে উঠি রাতের বোতাম খুলে
রাত আছে বলেই তো এখনও তোমাকে চিনতে পারি
আজও তোমার পরিচয়ের বার্তাবাহক নক্ষত্র উপমাখানি
নক্ষত্র আছে বলেই তো পিওনের পুবের চিঠি খুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন