শনিবার, ১ অক্টোবর, ২০২২

বিশ্বজিৎ রায়-এর কবিতা

নতুন দিশা 

ধরো, কোথাও কোনো সংগীত  নেই
ধরো,  কোথাও কোনো পাতাঝরাশব্দও নেই –––
 তখন দু-দণ্ড  চুপচাপ 
 কোনো নদীর ধারে বসে থাকো, অথবা 
একদৃষ্টে চেয়ে থাকো উঁচু কোনো বৃক্ষের দিকে –––
বেশ কিছুক্ষণ পর তোমার প্রার্থীত সংগীত বা 
কবিতার  শব্দধুন তুমি শুনতে পাবে 
বহুদূর থেকে ভেসে আসা মৃদু ঘন্টাধ্বনির মতো .... 

ধরো, পৃথিবী থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে মায়া,
পরিযায়ী পাখিরা উড়ে গিয়ে বাসা বাঁধছে 
চেনা দেশ ছেড়ে অন্য কোনো দেশে,
তুমি বুঝতে পারছো কোথাও কোনো একটা 
অদৃশ বদল ঘটছে –––
তখন নিজের ভেতর নিজেকে তুমি দেখতে শুরু করো,
মগ্ন হয়ে বসে থাকো তোমার অতল পৃথিবীতে ––– 
দেখবে, এমন এমন  অদ্ভুত-অচেনা জায়গায় 
ছড়িয়ে আছে তোমার ছায়া,  যা কল্পনাতীত,
যা তোমাকে  এক নতুন পথে মুক্তির দিশা দেখাবে ... 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন