রাক্ষস, রূপকথার বাই-প্রোডাক্ট
রাক্ষসের খিদে ...
শরীরী কবি এগিয়ে আসে,
ধরা দ্যায়
আসক্ত রাক্ষস
মুখ ব্যাদান ক'রে
কবিকে মুখের ভেতর
পুরে নেয়, তার ল্যাজা-মুড়ো,
বুক-পেট, হাড়-মাংস, রক্তরস
পরমানন্দে চিবিয়ে
চেটেপুটে খায়
কবির ছিবড়ে পড়ে থাকে
তার ঘরের ভেতর ঘরে
জগৎ-সংসার
কিছুমাত্র টের পায় না
উদরপূর্তিশেষে
রাক্ষস থাকে না রাক্ষসে,
অঘোরে ঘুমোয়
ঘুমের ভেতর
রাক্ষসের স্বপ্নে নিত্য
কবির পুনর্জন্ম হয়, যদিও
ভাইরাল ওই জন্মকান্না
গৃহপালিত হলেও রাক্ষসের
অ্যানড্রয়েড স্ক্রিনে
পৌঁছোয় না
অসামান্য।
উত্তরমুছুন