শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

তৈমুর খান-এর কবিতা

ব্যাকুলতা

  

 কী ধরনের ব্যাকুলতা এসেছে আমার কাছে

 তাকে বলতে পারছি না কিছু

 অথচ তাড়াহুড়ো করছে বারংবার

 কথা না শুনলে আত্মহত্যা করবে বলেছে

 

 আমি বোঝাতে পারি না কিছু

 বিকেল ফুরিয়ে যাচ্ছে সন্ধ্যার মুখে

 বিবেকের বাণী আর উঠছে না কোথাও

 শহর তোলপাড় হচ্ছে পরকীয়ার কবলে

 

 চেয়ে দেখবে না আমার হাস্নুহানা?

 ফুটব ফুটব করছে কেউ অনুভূতির ডালে

 নিবেদনের পাতাগুলি মেলেছে বাতাসে

 ব্যাকুলতা, চা খাবে না নিরালার কাপে?

 

 পার্থিব আসক্তির আলোয় কত মধুমুখ

 ছিপি খুলে উন্মুখ হয়ে আছে চুম্বন প্রত্যাশী

 তারা সব দেবদেবীর মতো 

                          কেউ কেউ কাজল পরেছে

 চারিপাশে আয়না বসানো

                     নিজেকে কি দেখবে না একবারও!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন