শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

অনিন্দ্য রায়-এর কবিতা

আর্টিফিশাল ইন্টালিজেন্স আমি

 

কৃত্রিম বুদ্ধিকে

 ​   ​ওরা বলে  :  .আই.  --

 সে সাজতে পারে আপনার

   ​   ​বস্, বন্ধু, এমনকি বেয়াই।

 গান গাইছেন?

 ​    ​মারবে সে সঠিক তেহাই।


কিন্তু প্রেমে হাবুডুবু খাওয়া

 ​  ​কি সে বুঝতে পারে?


সে কি দেখেছে কবির 

 ​  ​বোবা কলমের ফ্যালফ্যাল চোখ?

 সে কি জানে যে যুদ্ধ 'লো

 ​    ​রাজায়-রাজায় ব্রহ্মাস্ত্র-সম্ভোগ?

 সে কি মানে যে করুণ আকাশে

 ​    ​মেঘদূতের স্বপ্ন দেখানো

 ​         ​ঈশ্বরের বদ্ রোগ?


.আই.-এর অগ্নি তো

 ​  ​খাণ্ডবগ্ৰাস 'রে চলেছে

 ​      ​ডেটা, ডেটা, ডেটা   --

 আপনি জনতা, না কেউকেটা?

 আপনার ওটা চাই, না এটা?

 ডেটা- ধোঁয়ায় উবেই গেলো 

 ​   ​ধর্ষিত সেই তেরো-বছরের 

 ​     ​নিম্মবর্গ মে'টা!


আকাশ থেকে প্রেমকে শুষে নিয়ে

.আইআমায় রাখলো অন্ধকারে।

 

২টি মন্তব্য:

  1. কত সহজ করে কত কিছুই জানিয়ে দিলেন কবি অনিন্দ্য রায়। কবিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল💐

    উত্তরমুছুন