বসন্তের ডাক
শিমুল আর পলাশ পাশাপাশি হাঁটতে হাঁটতে
হেসে লুটিয়ে পড়ছিল কোকিলের আমন্ত্রণ পেয়ে।
বসন্তের কোকিলের কথা শুনছে তারা।
বিপদ আপদ এলে কোকিল নাকি সরে যায়
তাই এই অপবাদ। প্রকৃতি জানে কোকিলের
কুহুতানে যে মাদকতা সেই বসন্তকে ডেকে
আনে ফাল্গুনে। প্রেমের বিরহানলে ঝলসে যায়
মানব মানবীর হৃদয় শিমুলে পলাশে হয় হার্দিক
প্রেমের বিনিময়।
কবিতা লেখা হয় ভাবের ঘোরে এই বিশ্বচরাচরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন