শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

প্রণব বসুরায়-এর কবিতা

ছাই হোক সব পান্ডুলিপি

একেবারে আনাড়ির মতো

অন্ধকার চিরতে চেয়েছি তিরের আঘাতে

আদিম হল্লায় খুইয়েছি বন্দরের দিশা

ভূর্জপাতায় লেখা প্রথম পুঁথিটি উড়ে গেলো

সিন্ধুর দেশে...


ত্রস্ত রাজধানীর বেশরম নাচে

আমার কোমর দুলতে নারাজ।

মিলের কবিতা লিখতে লিখতে একদিন

সব বাধা জড়ো রে জ্বালাবো আগুন

যাক পুড়েছাই হোক সব পান্ডুলিপি


আমাদের গৃহখানি নিজেই সাজাবো
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন