শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

বার্মাটিকের টেবিল

 

যে টেবিলে বসি, লেখা পড়া করি

সেটি বার্মাটিকের

পুরনো ফার্নিচারের দোকান থেকে কেনা

যতবার পালিশ করাই, ততই মজবুত

শরীরের সমস্ত ভার দিলে, সহ্য করে

তখন সে কাঠ নয়, গাছ হয়ে ওঠে

গাছ যেমন ঝড়ঝাপটা সহ্য করে।

 

আর আমার সহ্যশক্তি দিন দিন কমে যায়

কয়েকটি লাইন লিখেই ধৈর্য হারিয়ে ফেলি

গভীরে যাবার সময়টুকু দিই না।

 

আমি বার্মাটিকের কাঠই রয়ে গেলাম

গাছ হয়ে উঠতে পারলাম কই!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন