বসন্ত বিলাপ
১.
পলাশের কাছে তোমার সাইকেল
বাতাসে বাউল
পথ এখানে নিয়ে আছে চৈত্রের ঘাম
কিছুই হয় নি লেখা
তবুও রোদের গায়ে কার স্বরলিপি
কচি পাতায়
কে লিখেছে তার প্রথম বসন্তের গান
২.
চুপ শব্দটা নিয়ে খেলা চলছে
এই ব্যালকনি কবে চাঁদের দেশ
টবে টবে আলো গাছ
নজর লেগে যায়
কড়ি আঙুল কামড়ে নিলে তুমি
মুখে ঠোঁটে স্পর্শ করে গেল আকাশপুরুষ
তোমাকে দেখতে দেখতে
রাত্রি চোখ নামিয়ে নেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন