পলাশপ্রহরী
রং মেখে রং ঝেড়ে গুহার দিকে যাত্রা করল কুশীলব
নিশ্ছিদ্র প্রহরা ভেঙে আসেনি গণিকা-রাখাল-মহারাজ
বাউল অবশ্য ছিল সঙ্গে কিছু নকল সন্ন্যাসী
যারা বলল খাদ্যে কিছু ছলনা দেখেছে তারা হিতৈষী ছিল না?
দুই পথ তো মিলেছে কোথাও কিছু আগে অথবা দেরিতে
সেদিকেই সকলের আগ্রহ নজর সকলেই চায় স্বাদসুখ
এ বছর শিমুলের ঘ্রাণহীন বর্ণ নির্বাচন করে কোনো কী বার্তা পাঠালে?
ইতিউতি প্রেম হল বিনিয়োগ সম্ভাবনা হল ততোধিক
ফেসবুক পর্দা থেকে ভুইফোঁড় বন্ধু বশংবদ
গ্রহণ বর্জনে সব শর্তশপথ অনুচ্চার
তরলের প্রয়োজনে জগৎ পালটায় ঘর সংসার আতঙ্কে অস্থির
উৎসব ভালো যদি জটা থেকে নদী না পিছলোয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন