শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

বন্ধন পাল-এর কবিতা

শূন্যতা শুধু


সে অন্ধকার তোমার ওপর পড়েনি

সে আলোকণা তোমার ওপর পড়েনি

শুধুই শূন্যতা পড়েছিলবয়ে যাওয়া বাতাসের মতো।

পড়েছিল,পড়ে থাকেনি; বিস্তৃত 'তে 'তে

দীর্ঘদেহী এক স্রোতস্বতী

যেরকম স্রোতে ভেঙে গ্রাস করে ফেলে নির্জীবতা

তেমনই প্রবহমান তুমি।

চিত্রিত নানান রং বুকচাপা শূন্যতার তলদেশ থেকে 

বুদ্বুদে ছড়িয়ে গিয়েছিল,

মন যাকে নিরুদ্দিষ্ট দেখতেই ব্যগ্র হয়েছিল

হৃদয় সে শূন্যতাকে রেখেছিল আগলে দু'হাতে।

 

যেখানে আভাস আছে,আর কোন‌ওকিছু বেঁচে নেই

সেখানে হারিয়ে তবু সব নিয়ন্ত্রণ

বিস্তৃতির বন্যা আছে,আর আছে ভারাক্রান্ত বোধ

বয়ে যাওয়া বাতাসের স্রোতে।

 

থমথমে শোকাবহ নিশ্চুপ দিনের

রিক্ত কেন্দ্রবিন্দু থেকে তোমাকে তরঙ্গ টেনে আনে 

বালিকীর্ণ নির্দয় সৈকতে;যেন অস্থিরতা ঘেঁষা 

স্থিরতার বিষন্নতা

বিষাদের অস্থিরতা মেঘ হয়ে দূরে ভেসে গেছে

 

আর কোন‌ও অন্ধকার তোমার ভেতরে ঝরেনি

আর কোন‌ও আলোকণা তোমার ভেতরে ঝরেনি

 

শূন্যতা শুধু... শূন্যতা শুধু...  অকূলদিগন্ত ছেয়ে ছিল।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন