চলে গেলেই সব শেষ হয় না
চলে গেলেই সব শেষ হয় না
স্মৃতির চৌকাঠে থেকে যায় অসংখ্য পায়ের ছাপ
জারুলের বনে সেলফি তোলা মুহূর্তগুলি
মনের চোরাগলি বেয়ে থমকে দাঁড়ায়
বক্সাদুয়ারে হেঁটে চলার ক্লান্তি
লেপচাখার পাহাড়ি বাঁকে চাঁদের উঁকিঝুঁকি
একেকটা কথা সরে গেলেই
অতীত ঘেঁটে দৃশ্যের পর দৃশ্য জমতে থাকে...
সুন্দর
উত্তরমুছুন