শুক্রবার, ১ জুলাই, ২০২২

প্রাণজি বসাক-এর কবিতা

আমার কথা 


যতগুলো ঢেউ কাছাকাছি আসে

তাদের নাম-বৃত্তান্ত শোনার আগেই ফিরে যায়

তাদেরকে আদর-আপ্যায়ণ করে ঘরে ডাকব কি


তার আগেই ফুরিয়ে যায় 


এতটা কাছে কাছে এসেওএলো না পাশাপাশি 

গোধূলি পেরিয়ে রাত আসে 

আমিও ক্লান্ত হয়ে ফিরি 


চোখে ভাসে ঢেউবিতানের অজস্র দাগ


রাতের ঢেউয়ে মৃদু গুঞ্জন ওঠে 

তারা কি আমার কথা বলাবলি করে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন