শুক্রবার, ১ জুলাই, ২০২২

কামরুল ইসলাম-এর কবিতা

এসো বাড়ন্ত গভীরে


ধবধবে দুধের মতো সাদা বিড়ালের বাচ্চাদের

এখনও দেখতে পাই রসিক আয়নার গভীরে--

আমাদের কথোপকথনে হায়ানাদের শুভ্র বসন্ত,

দেখো, একদিন , পথ ভুলে আমিও বাড়ি ফিরবো

তোমার বারান্দায় জন্মদিনের ঘাস পড়ে আছে

ওই ঘাসের ডগায় কিংবদন্তির ফুল, দুলছে হৃদয়

এসো বাড়ন্ত গভীরে, পাথরের গুপ্ত জলে ভাসি

আর বলি-- ভালোবাসি মরণগাছের জীর্ণ ফুল!

যে রাজহাঁস আমার চোখের জলে ভেসে বেড়ায়

হাত বাড়িয়ে রক্তে আজো সন্ধ্যা নামায়, সেও কি

শুকনো পাতার সুদূর সাঁতার, দিগন্তের টান টান শোক,

দগ্ধ পিলসুজ?

বিদগ্ধ গণিতের পথে জন্মান্তর বাড়ি ফিরছে, তোমার

শালদুধে বেড়ালের ছায়া, জেগে আছো তো? 

 

1 টি মন্তব্য: