শুক্রবার, ১ জুলাই, ২০২২

সুতনু হালদার-এর কবিতা

কারা যেন মৌনতা ভাঙত

   

কারা যেন বলেছিল তোলপাড় করে দেবে

কারা যেন মৌনতা ভাঙত?

সেসব কথাতেই ভুলেছিল জনগণ

রাতটাকে দিন বলে জানত!

 

রাত থেকে রাত হয় বাকি সব মাত হয়

ভয় পেয়ে সেই বুকে আশ্রয়

নিদান হাঁকলে যদি বুকটাই ভেঙে যায়

লাভ নেই করে মুঠো বন্ধ

 

তার থেকে হাত দু'টো জড়ো হোক সামনে

হাত জড়ো নয় কোনো অপমান;

এই করে যাক চলে দিনগুলো পরপর

রাত থেকে রাত হয় বরাবর

 

কারা যেন বলেছিল তোলপাড় করে দেবে

কারা যেন মৌনতা ভাঙত?

 

আগে সব দুর্দিনে বৃষ্টির ছাঁট ছিল

আগে ছিল দুঃখের শয্যা,

ওরা তাই এনে দেবে সুদিনের প্রান্তর

ঘুচে যাবে গরিবের লজ্জা

 

সোনার ছোঁয়ায় সেই বৃষ্টির ব্যবহার

সোনাতেই কেটে যাবে অনাহার

যোগ্যতা পরিমাপে মাপকাঠি সঠিকের

ভুল কিছু থাকবে না ক্ষমতার

 

কারা যেন বলেছিল তোলপাড় করে দেবে

কারা যেন মৌনতা ভাঙত?

 

কথা সব ঠিক ছিল, বেকার যুবক ছিল

প্রতিবাদী সুর ছিল অম্লান,

দামাল বিকেলগুলো হাহাকার- হাহুতাশে

ফিরে পেল বিবেকের ফরমান

 

ভিক্ষার ঝুলি হাতে এক ঠাঁই, মৌতাত

বাকিসব উড়ে গেছে--কর্পূর!

ঘুরপথে বৃষ্টিরা চাঁই হয় আগুনের

পথ হাঁটা হয়ে গেছে বহুদূর

 

কারা যেন বলেছিল তোলপাড় করে দেবে

কারা যেন মৌনতা ভাঙত?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন