মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বিবেকানন্দ বসাক-এর কবিতা

গতিপথ

একদিন ভোর হবে আর রোদের ডানায়
পালটে যাবে আমাদের গতিপথ
দৃশ্যের ভেতর জাদুবাস্তবতার দৃশ্য
হাতের ওপর ভর করে
জীবন শিখে নেয় সাপলুডোর ওঠানামা
মেঘের সন্ত্রাসে বানভাসিদের মুখে রাঁ নেই
বিরুদ্ধ স্রোত
পাঁকাল চাউনি
সকালের সেমিকোলন জুড়ে
বেদখল বাক্যবিন্যাসের একপ্রস্ত বেসুরো গান
এখন ভুল পান্ডুলিপির ছত্রে ছত্রে
নেহাতই হিসেব করে শ্বাস ফেলি...

 

1 টি মন্তব্য: