দাবদাহ
দাবদাহে শরীর ও মন পুড়ে যাচ্ছে
আমি প্রতিটি আকাঙ্ক্ষার ভেতর লিখে রাখছি দহনবেলার গল্প
বোধের দরজায় এই যে তোমার উপস্থিতি
আজকাল টের পাই
তা তো অতীতের অ্যালবাম
ভেঙে পড়া চালাঘরের জীবন
অণু-পরমাণু ঘেঁটে তোমাকে দেখতে থাকি
আর আমার শরীরজুড়ে বেড়ে ওঠে দাবদাহ...
সুন্দর লেখা
উত্তরমুছুন