সোমবার, ১ আগস্ট, ২০২২

গোলাম রসুল-এর কবিতা


অপ্রশস্ত জীবন

সেই উৎকৃষ্ট মূহূর্তের  জন্য শহরের ভেতর দিয়ে নৌপথে যাত্রা করার তাগিদ

মধ্যরাত

 জলের  ট্যাঙকের মতো চাঁদ

জ্বর আর জলের ট্যাঙকের স্বাদ 

 

ওপরের উপোসী আকাশের গভীরে দেখা যায় বিশাল খাঁটি সব বস্তু

তারা ঘুরছে আনন্দের মধ্যে দিয়ে

 

সমুদ্রের দিকে হেলে আছে রাত

আর অসাধারণ সব জাহাজ যা সমুদ্রকে মহাজাগতিক করে তুলেছে  

দেখি সমুদ্র মানুষদের 

আর সৃষ্টি কর্তার হাতে অরণ্যের কাঠের ফল 

 

অপ্রশস্ত  জীবন

অপ্রশস্ত আমাদের শোয়ার জায়গা

জলের টেবিলের ওপর একা কোনো ছায়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন