পমকে লেখা কবিতা
মেট্রো স্টেশনে রাধাকে ভালো কোরে দেখতে না দেখতে আর একটা ট্রেন এসে পড়ে... আর আমি এক
গাণ্ডু, রাধাকে ভালো কোরে দ্যাখার পরিবর্তে ট্রেনে উঠে পড়ি...
ট্রেনে উঠে দেখি সমস্ত প্যাসেঞ্জার রাধাকে নিয়েই বলছে...তারা বলছে, দুর্গম অঞ্চল থেকে এসে, রাধা
যমুনা হয়ে সমুদ্রে মিশেছে...আর আমি এক গাণ্ডু, রাধা বিষয়ে সংবাদপত্রের রচনা পাঠ কোরে একটাও
জ্ঞানের আলো উচ্চারণ কোরতে পারি না...
রাধা, রতিনিধি আমার, সংবেদনশীলতায়... মস্তিষ্কের কোষে কোষে বিঘাবিঘা ধান ও গমের ক্ষেতের
ফাইন্যান্সিয়াল ডেটা সরবরাহ করে... ফাইন আর্টস প্রদর্শনী শালার অধুনান্তিক অয়েল পেইন্টিংসে
একাকার রাধা নতুন প্রজন্মের হার্টবিট... আমার নৌকোর মাঝি হয়ে আছে, যাকে প্রত্যেক শাসক সন্দেহ
করে...আর আমি এক গাণ্ডু, রাধাকে সুপারন্যাচারাল ভেবে চলেছি...
হয়তো ভেবেছি, সন্দেহকারীদের ক্লাবেও রাধার সদস্যপদ অন্তর্ভুক্ত। আমি তো জানি, যা কিছুর ভালো
সংকরায়ণ, যেভাবে রান্নার ফর্দ রচিত হয় ফেসবুকে, প্রতিটি অক্ষরের অধিবাসী হয়েছে রাধা... তাহার
বর্ণমালা নির্গত জল বহুদূরের তৃষ্ণার্তকে শান্ত করে... রাধা সেই নারী, যে আমার সুইসাইড নোট দেখে
চিৎকার কোরে আত্মহত্যা রদ কোরে দিয়েছিলো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন