সোমবার, ১ আগস্ট, ২০২২

ধীমান চক্রবর্তী-র কবিতা

ছায়া 


এক চুমুক দু' চুমুক দরজা খুললে

দশটি নখ এবং ঠোঁট --

পরিবার নিয়ে বনভোজনে যায়

লাস্যময়ী নাগরদোলার কাছেও

এলার্ম কিংবা পাখিরূপ বাজলে

সমস্ত জিভ থেমে যায় এই শহরে

গাছেরা কথা বলে মৃত মানুষের সাথে

টুথপেষ্ট ভালোবেসে দাঁত মাজিয়ে দেয়

রবীন্দ্রসংগীতের গানের তালে তালে

উড়ছে অনেকের বেগমবাহার রাত্রিবাস

পাখিসকাল জীবনের সঙ্গে সই পাতায়

চেষ্টা করি প্রতিদিন --

এলোচুল, ধূসর সিলিং অথবা

কারোর ভুল বা ঠিক হয়ে বেঁচে থাকার

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন