সোমবার, ১ আগস্ট, ২০২২

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

বৃষ্টি পর্ব

 

.

বৃষ্টিবিন্দুর স্বপ্ন নিয়ে রামধনু উঠলো আকাশে

সত্য মিথ্যার চমৎকার সেতু

সত্যের রং আছে, মিথ্যারও

রঙগুলো একত্রে মিশলে তবেই রামধনু

 

.
বৃষ্টির কষ্টগাথা ধ্বনিত হওয়ার মুহূর্তে

বাতাস ঠান্ডা

তারপর মেঘলোক থেকে নির্বাসন

ডানাহীন ঝরে পড়া ---

আমরাও একদিন ঝরে যাবো

 

.

শেষ পরিণতি জেনেও

জলবিন্দুরা কাছাকাছি আসে

ভালোবাসে, ডানা মেলে আকাশভ্রমণ

তার পর ইচ্ছা-অনিচ্ছার বাইরে

মহাশূন্যে লাফিয়ে পড়া...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন