সোমবার, ১ আগস্ট, ২০২২

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

শ্রাবণ-পূর্ণিমাতে

জ্যোৎস্নার ফেনায় ফেনায় ভেসে যাচ্ছি

সুন্দরী তারার দল ঘিরে আছে

আকণ্ঠ চাঁদের মদ গিলে

           চকোর মাতাল;

আমাকে বাতাস মন্ত্রণা দেয়,

যাও মাটির কাছে

যাও তোমার প্রিয় নারীর কাছে

 

একটু পরেই বৃষ্টি নামবে, মেঘে মেঘে

শোনো পদাবলী সুর;

এই শ্রাবণের পূর্ণিমাতে হাসি নয়,

বিরহের অশ্রু জেনো ভীষণ মধুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন