সোমবার, ১ আগস্ট, ২০২২

নাসের হোসেন-এর কবিতা

পেয়ারা

 

অধিকার অধিকার বলে চেঁচালেই কি হবে

সবকিছুই তো পেয়েছ, অনেক অনেক কিছুর অধিকার

আলপিনের ডগা থেকে শুরু করে এই বিশাল আকাশ

শুধু অধিকার বলা যাবে একে, তাও নয়, বলতেই পারো

উত্তরাধিকার, পেয়ারার বাগানে প্রতিটি পেয়ারায় প্লাস্টিক

জড়িয়ে রেখেছো, পাছে পাখিরা সেগুলোকে খেয়ে ফ্যালে

কিন্তু পাখিদের খেতে দেবে নাই-বা কেন, প্লাস্টিক ছাড়াই

রেখে দ্যাখো না কী হয়, দেখবে পাখিরা কিছুটা ফল খেয়ে

বাকিটা তোমার জন্য রেখে দিয়েছে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন