বেশ আছি
সকালের পর্যটন শেষে প্রবীণ মানুষজন
অর্ধসমাপ্ত বাড়িটির নীচে বসে চুপচাপ
বসে থাকেন, দু-চারটে বাক্যবিনিময়,
বেশিরভাগ শরীরসংক্রান্ত, তাছাড়া
কিছু ঘরোয়া অপমান, অর্থনীতির টলায়মান
জলাশয়, সামনের কাঁটাবেছানো অন্তিম গলিপথ
হঠাৎ একজন উঁচু গলায় আদিরসাত্মক
রসিকতা করে বলে ফেললেন, বেশ আছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন