সোমবার, ১ আগস্ট, ২০২২

কাজল সেন-এর কবিতা

 

একটা গ্রাম একটা শহর একটা দেশ একটা মহাদেশ

 

প্রায় বাউন্ডারি লাইন থেকে দৌড় শুরু করে

আমার পঞ্চম ওভারের তৃতীয় বলটা যখন মাটিতে পড়ে

ধনুকের মতো বাঁক বদল করে আছড়ে পড়েছিল

বিপক্ষ দলের ব্যাটসম্যানের অরক্ষিত মিডল স্ট্যাম্পে

না আমি কোনো কৃতিত্বই দাবী করিনি সেই অঘটনের দরুন

আসলে সব বলই তো দৌড়ায় সরল অথবা বক্ররেখায়

প্রতিহত করা ব্যাটসম্যান শুধু তোমারই দায়

একটা গ্রাম একটা শহর একটা দেশ একটা মহাদেশ

এভাবেই প্যাভেলিয়নে ফিরে যায়

 

আমার তো কোনো সাকিন ছিল না এই দুনিয়ায়

একা একা সারাটা দিন পুরোটা রাত

জীবনের বাউন্ডারি লাইন থেকে সমানেই দৌড়েছি 

হাতে অগ্নিবাণ

তুমি কেন সামলাতে পারোনি তোমার ঘর গৃহস্থালি সাম্পান

 

একের পর এক উইকেটের পতন

স্কোরবোর্ডের দেওয়াল জুড়ে শুধুই শূন্যের আস্ফালন

একটা ইংনিস এভাবেই শেষ হয়ে যায়

একটা জীবন এভাবেই ফুরিয়ে যায়

লাইফলাইন ফলোয়ান

প্রজন্মের পর প্রজন্ম জন্ম জন্মান্তরে এভাবেই স্মৃতি হয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন