লাল মেয়েদের হাসি ধাক্কার ছায়ার পাথর
গথিকের অপরিসীম ডুমুরগাছের দেশ
পরিদের ব্রোঞ্জ শুধু কুয়াশার ধ্বনির রওনার
ইস্কুল বাজছে দূরে। কাটা ঘায়ে। মরা সুরের ফোয়ারায়
মেয়েদের লাল হাসি বন্দরের ডাকের স্ফটিক
বরেলিবাজারের হ্রেষা। ঝুমকোর গিল্টি পড়ে যায়
মেয়েদের হাসির লাল লক্কড়ের লোহার জ্যোৎস্নার
জাহাজে হাড়ের ভোঁ খুনখুনে রাত্রি মাজছে অকাতর
ভালো।
উত্তরমুছুন