সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অমিত কাশ‍্যপ-এর কবিতা

গল্প

গল্প কেমন সর্পিল রেখাপথে হাঁটে, আশ্চর্য 
তুমি একটা গল্প বললে, পরক্ষণেই বাঁকবদল
চড়াই-উৎরাই নদীনালা, কখনো আলো-অন্ধকার
তুমি ভাবছ গরুমারা অরণ্যের অগোছালো রোদ
ঢুকে এল ওদলাবাড়ির হাতির পাল জনপদে

ভাটিখানার গন্ধে বাড়ি জঙ্গল পাটখেত নির্মম 
তচনচের গল্প একটা সূচনা পর্ব হতে পারে 
সেলফোনে ম‍্যাসেজ, মা'র অবস্থা খারাপ 
তোমার মা, আমার শাশুড়ি, অভিভাবকস্বরূপ
নার্সিংহোমের কোনো নাম নেই যে খোঁজা যাবে 

বুলবুলির ধান খাবার মতো সরকারমশাই
পেটি আর্দালি, মুনসেফ, বেলিফম‍্যান, অন‍্যান‍্য
প্রচণ্ড গরমের মধ্যে কলকাতা ভাসতে ভাসতে 
ঠেক খেল ধর্মতলায়, তখন গল্প সরে গেছে 
ফোন এল, পুজোভ্রমণে মা থাইল্যান্ড যাচ্ছে 

 

২টি মন্তব্য: