সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

তিলোত্তমা বসু-র কবিতা

বৃষ্টি 

তিতো মানুষকে ভালোবাসি
ঝাল মানুষকেও
রুক্ষ শুষ্ক মানুষটিকে জল ও বাতাসা
হিংস্র হাঙর কি কেটে নেবে মন
মনকে বাষ্প বানাই
 
জন্মদিনে পাঠাই শুভেচ্ছা
মধু খাই বিষ খাই
কন্ঠ নীল হয়ে যায় 
মনে হয় তবু

কে কোথায় চলে যাব
দেখা হবে কিনা 

ভুল হয়ে গেছে কতো

জুঁইফুল ফুটে ওঠে
ক্ষমার মতোন, বৃষ্টি নামে ...

'মানুষ' শব্দটির আগে 
চোখের প্রদীপ জ্বেলে 
বসে আছেন মা  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন