বর্ষাকাল
মেয়ের খাতায় সিনারি আঁকতে হবে, বর্ষাকাল
নানানভাবে মেঘ করা গেল, গ্রামের রাস্তা
চালাঘর, গাছ, দূরে মন্দিরের চূড়া, ধ্বজা
ইত্যাদি প্রভৃতি দিয়েও ভরতি করা গেল না
আমার সাতশো স্কোয়ারফিটের ফ্ল্যাটের মাথায়
যে আকাশ দেখা যায়, তাকাই, নরম বিকেল
দূরে বাচ্চারা বল খেলে মাঠে, বয়স্করা পায়চারী
আরও দূরে সুউচ্চ আবাসন আকাশ ছোঁয়
আকাশ এখন ছোট্ট একটা নীল চাঁদোয়া
নিচে রাস্তা, দুপাশে গাড়ির সারি, শপিং মল
শহরের বর্ষাকাল রাস্তার জমা জল আর
ব্যালকনি থেকে বাচ্চার হাতের কাগজের নৌকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন