শুক্রবার, ১ জুলাই, ২০২২

রবীন বসু-র কবিতা

পুনরাধুনিক


কোথায় প্রেম রাখি বল? ডুবে যায় পদতল 

ঘোলাজলে মাছ ধরে কৃষ্ণবর্ণ ধীবর কন্যা

যমুনা মজেছে বহু আগে, নালা দিয়ে গড়ায় জল

পরিত্যক্ত ভাগাড়ের পাশে কালোধন পাতা খায়

ডেনড্রাইট চুষে নিল ষোলশো গোপিনী

রাত্রি নামে ধীরে, অর্থনীতি ঝুঁকে রাখে মাথা

এসকর্ট সার্ভিসে যায় কলেজনন্দিনী

সুবল সখা পৌঁছে গেল জি-থার্টি-ফাইভ টাওয়ারে 

জিগোলো সার্ভিস

এই সেই বৃন্দাবন, এই সেই গুলাল শহর

ভেসেছে প্রেমের জলে আকণ্ঠ মদ

জেগে ওঠে নিশিঠেক, ডিজের বাজনা

হুক্কার ধোঁয়ার সাথে পুনরাধুনিক কবিতা


এই তো বিচিত্রখোল বেজে ওঠে

                                 তা দেন্ না তে টে 

 

1 টি মন্তব্য: