মনকলম
কলমেরও মন আছে
আগুনে পোড়া যন্ত্রণা
আছে তার আছে ভয়
ভাষাহীন স্তব্ধতায়
নিজের সঙ্গে পরিচয়
ঝলসে যাওয়া মুখ আছে
মুখোশের বীভৎসতা দেখে
ছিটকে আসা কালি লেপ্টে
থাকে ধবধবে ডায়েরির
তকতকে মেঝেতে
কলমেরও মন থাকে
অচেনা কুঠুরিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন