শুক্রবার, ১ জুলাই, ২০২২

আশিস গোপাল-এর কবিতা

ছেঁড়া রাত

হেঁটে গেছি একা কালচে যত ছায়া পথ ধরে

হারিয়েছি নিজেকে--

লো-অন্ধকারে।

তবুও তো সে বহু দূর

ছায়ার তো পিছে ছুটি

 ধরতে না পাই,

দূরে চলে যায় বারবার!

শান্ত ভোক্লান্ত ব্যথা

 মুখো পরে নতুন করে। 

যদি দেখা হয় আবার

 অচেনা কোনো ভীড়ে মাঝে,

 দেখতে পেয়েও এড়িয়ে যাবে

 নতুন কোনো 'স্রোতেরটানে।

আবার এসেছে রাত--

ছেঁড়া তার বুকে নিয়ে;


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন