পাণ্ডুলিপি
একটি তীব্র খয়েরি বিষণ্নতা গিলে নিচ্ছিল পুরোটা নয় অর্ধেক চিবোনোর পর টুকরো
অথচ টুকরো নয় এমন খাবারখণ্ডের মতো গিলে নেওয়া ও উগলে দেবার মাঝামাঝি
একটি দীর্ঘ শুয়ে থাকা মাথার ভেতর ঢুকে যাচ্ছিল ও পোকাদের গুনতে বসে ক্রমিকের এদিক ওদিক হারিয়ে
যাচ্ছিল সংখ্যা, সংখ্যাতীত সত্য তবে নির্বিকার চাউনি ছিল
ধূসর সম্পর্কের নাভিতে যতটা ওম পেলে, আকস্মিক যোগবিয়োগের নাড়ি ড্রপ ড্রপ আহ্লাদের মতো চুঁইয়ে...
বেগতিক স্পর্শকের দিকে, একটি পাণ্ডুলিপি থেকে সে পরিমাণ অক্ষর নিরুদ্দেশ হল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন