শুক্রবার, ১ জুলাই, ২০২২

পাপড়ি গুহ নিয়োগী-র কবিতা

ডিজিটাল আর্কাইভ

ইদানিং দাম্পত্য বানান লিখতে পারি না 

অথচ কৃষ্ণগহ্বর হাতড়ে হাতড়ে সঙ্গম লিখি

 

সম্পর্কের তালিকায় এখন কল রেকর্ড 


ওয়াল

দূরত্বের হ্যাঙ্গারে ঝুলে আছো তুমি

রুমালের শরীর ভেজা

 

অন্ধকার নামছে আমাকে ঘিরে 


উচ্ছ্বাস 

ঘুমের ভেতর রাতের চিৎকার 

জিভ দাওগাছ হবো

কবির ঘরে মৃত্যু মানায়  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন