মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অমিত কাশ‍্যপ-এর কবিতা

পঁচিশে বৈশাখ

এখনো বিকেল হয়নি, সূর্য ডুবে যায়নি 
ওই জলাশয়ে, এমন সময় কেমন এক স্তব্ধতা
দখিনী বাতাস স্কুল ছুটির মতো বয়ে আনছে পিঠে 
এপ্রিল শেষ করে পঁচিশে বৈশাখের ঘোর

পঁচিশে বৈশাখে কতবার কালবৈশাখী হয়েছে 
উদ্বোধনী সঙ্গীতের পরপরই হারমোনিয়াম সরে গেছে 
নৃত্যশিল্পীরা নেমে গেছে মঞ্চের পেছনে গ্রিমরুমে
হাহুতাশ করতে দেখা গেছে উদ্যোগতাদের

আপডেটে এখন আবাসনের বৃহৎ অডিটোরিয়ামে
জন্মদিন, শ্রাদ্ধশান্তি, ছোট গেট টু গেদার
পঁচিশ বৈশাখ, নজরুলজয়ন্তী
কোনো ঝঞ্ঝা নেই, নেই মাইক্রোফোনের যন্ত্রণা 

সাজিয়ে গুছিয়ে কবিগুরুকে নিয়ে আসা
গান-আবৃত্তির পর চণ্ডালিকা, আপ‍্যায়ণ সুনিশ্চিত

 

২টি মন্তব্য: