মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

প্রাকৃতিক

আকাশের বুকে আগুন জ্বলে গ্রীষ্মকালে

রোদের তাপে মানুষ ভাপে সেদ্ধ হয়

এই কৃতিত্ব শুধু একা রোদের নয়

তুমি আমি সবাই সমান দোষে দুষ্ট

প্রকৃতি তাই এমন রোষে রুষ্ট। 

শত সহস্র বৃক্ষরাজি হারালো তাদের প্রাণ

তোমরা তখন গাইছ সভ্যতার গান

মনে পড়ে চোখের সামনে ছিল কত জলাশয়

লোভের বলি হল সেসব  ভাবলে না হল কত ক্ষয় 

গরম পড়লে কত যে হা-হুতাশ

নিজেদের দোষেই এখন অসহ্য হাঁসফাঁস।

ঠান্ডা কোথায় ঠান্ডা কোথায় বলে কি ভীষণ হাঁক ডাক

নগর দোলায়  দুলছো তুমি  অপার আনন্দে

প্রকৃতি নিপাত যাক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন