আমি নীরব থাকি
এই নীরবতা থেকে জেনে নিও আমার অনন্তকাল সম্বন্ধে
অবাস্তব কানে তুমি শুনতে থেকো একটি ঘন্টার শব্দ
আমি কবরখানার অতিথি
এখন কবরখানার ওপর নক্ষত্ররা গাণিতিক
একটা ফ্ল্যাসলাইট শূন্যতা থেকে আসছে
আর তাকে বেঁকিয়ে আলো নিচ্ছে অন্ধকার চাপা পড়া পাখিরা
আমার দৃষ্টি হরিণ শাবক
সে পালাচ্ছে বিপদসঙ্কুল এক শিকারীর ভয়ে
আমার মেঘ অসুস্থ
ওপরে ব্যথার আলোড়ন
যেখানে চাঁদ একটি পিয়ানোর বাজাচ্ছে
কি শক্ত এটা বহন করা
যেটা আমার জীবন
সুন্দর।।
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনসত্যি জীবন বহন করা কঠিন। অপূর্ব সুন্দর লেখা
উত্তরমুছুনসত্যি জীবন বহন করা কঠিন। অপূর্ব সুন্দর লেখা
উত্তরমুছুন