মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রিসতিয়াক আহম্মেদ-এর কবিতা

সামঞ্জস্যের ইতিহাস 

সামঞ্জস্য ক্লাসের তুমি এক পলাতক শিক্ষার্থী 


শব্দানুভূতির শূন্যতা অনুভব করতে পারোনি


রংতামাশার মশগুলে 

                 মাদকতার মূর্ছনায় 

পঙক্তিগলিতে রচে গেছ সরু বিন্যাস


জানো তো, আমাদের একছত্র অধিপত্যের শিক্ষানবিশরা 

তোমাকে শিখিয়ে যায় আগাছা পরিচর্যার ইতিহাস 


মনে রেখো, ঘাসফুলের ঘাসফড়িংয়ের অভিশাপ 

অধিক পিক্সেলের ডাটা এন্ট্রিতে বিদ্যমান 


মেরু গলতে শুরু করেছে

মরুতে বায়ুবেগ তীব্র


এতদঞ্চলে তুমি এখন অধিক পাখনা গজিয়ে বেড়াও!


 

একটি কালোবাউশ

অতঃপর আয়োজনের শেষ উক্তিটি 
তুমি সম্ভাষনের থেকেও চমকিত করে বললে

একটা আলো-আঁধারি মায়ায় 
জিওল করে রাখলে
কালোবাউশের ইহজাগতিকতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন