মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কৌশিক সেন-এর কবিতা

গ্যালিলিও, কন্যাকে...

 

তোমার মাকে বোলো

আগামী জন্মে শূলবিদ্ধ করে যেন

নিভন্ত শরীরে, নাভি থেকে শিরদাঁড়া...

 

বোলো, যেন বাড়া ভাতে রেখে আসে

গতজন্মের অসমাপ্ত পোস্তর বড়া’টি,

কাঁচা পেয়াজ আর তেলের ঝাঁঝে ভেসে যাক

অসম্ভব স্মৃতিস্তম্ভ!

 

শোনো মামনি

তোমার মাকে বোলো,

এই নশ্বরতায় একটা হেলানো মিনার আছে

পিসার মতই। সেখানে যেন

একথোকা বিরহ রেখে আসে, সময় করে।

 

আমি আর দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসবনা

আগামী জন্মে।।

 

1 টি মন্তব্য:

  1. বাহ বেশ লাগলো কবিতাটা। কবি এবং ওয়েবজিনের জন্য শুভেচ্ছা অন্তহীন🌹

    উত্তরমুছুন