মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

হাইকেল হাশমী-র কবিতা

পরস্পর-বিরোধী ভাবনা

তোমাকে ভুলে যাবার শত প্রচেষ্টা

তোমাকে ফিরে পাবার তীব্র বাসনা,

জীবনটা কেটে যাচ্ছে যেমন

কোন দরিদ্রের সচ্ছলতার প্রার্থনা,

জেগেও দেখি জীবনের রঙিন স্বপ্ন

আবার ঘুমের মধ্যে স্বপ্নের প্রতারণা,

বেঁচে আছি নিয়ে পরস্পর-বিরোধী ভাবনা

পাবার না পাবার নিয়ে শত বেদনা

কালো, সাদা, ধুসর, সবুজ আর রক্তিম লাল

স্বপ্নের রঙ দিয়ে আঁকি জীবনের আল্পনা,

জানি জীবন নয় কোন রূপকথার গল্প

কিন্তু শেষ হয় না কোন দিন শুভ্র কল্পনা।

 

1 টি মন্তব্য: